মায়ের জন্য পাত্র খুঁজছেন সন্তান, ইসলাম কী বলে?
'বাবা মারা গেছেন, তাই মায়ের জন্য পাত্র খুঁজছে সন্তান'- এমন শিরোনামের একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের জন্য ফেসবুকে সন্তানের পাত্র খোঁজার এমন অভিনব পোস্ট সাড়া ফেলেছে পুরো দেশে। যা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।
মায়ের জন্য পাত্র খুঁজছেন সন্তান, ইসলাম কী বলে?
#Nahim Gazi
২ মিনিটে পড়ুন
মূলত মায়ের একাকিত্ব দূর করতে এবং মাকে ভালো রাখতেই ফেসবুকের একটি গ্রুপে পোস্টটি করেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। অপূর্বের মায়ের নাম ডলি আক্তার। বয়স ৪২ বছর। কিন্তু প্রশ্ন উঠেছে বিধবা বা তালাকপ্রাপ্ত নারীকে কি আবারও বিয়ে দেয়া যায়? বিশেষ করে মায়ের জন্য কি সন্তান পাত্র খুঁজতে পারেন? সেক্ষেত্রে ইসলাম কি বলে?
এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেন, বিধবা, তালাকপ্রাপ্ত বা স্ত্রী হারা যে কাউকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটি ইসলাম সম্মত। নবীজিও এটি পছন্দ করতেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সঙ্গীহারা অবস্থায় বাকি জীবন কাটানো বেশ কষ্টের। এটা আমাদের সমাজের অনেকেই বুঝতে চান না। সন্তানদের উচিত বাবা-মা এমন অবস্থায় বিয়ে করতে চাইলে, তাদের অনাপত্তি না থাকলে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া। এক্ষেত্রে বলা যায়, কেরানীগঞ্জের অপূর্ব আমাদের জন্য আদর্শ হতে পারে।
আমার সংক্ষিপ্ত জীবনী আমার নাম মোঃ নাহিম গাজী। আমার পিতার নাম মোঃ আইয়ুব আলী গাজী। আমার মাতার নাম মিসেস জুলেখা বেগম ।আমার বাড়ি বিষ্ণুপুর ।আমার জেলা চাঁদপুর ,উপজেলা চাঁদপুর সদর, গ্রাম বিষ্ণুপুর । আমি এখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার জন্ম সাল একই জানুয়ারি ২০০০ । আমরা তিন ভাই এক বোন। Nahim Gazi আমার সাথে যোগাযোগ করার জন্য নিচের লেখার উপর ক্লিক করুন : Join me on social media Join me on Facebook Join me on Instagram Join me on Twitter/X Join me on TikTok Join me on Pinterest Join me on LinkedIn Join me on Facebook Page Join me on YouTube My contact info My number 01686168699 WhatsApp Imo Telegram
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন