সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নাহিম গাজীর সংক্ষিপ্ত জীবনী

আমার সংক্ষিপ্ত জীবনী


আমার নাম মোঃ নাহিম গাজী। আমার পিতার নাম মোঃ আইয়ুব আলী গাজী। আমার মাতার নাম মিসেস জুলেখা বেগম ।আমার বাড়ি বিষ্ণুপুর ।আমার জেলা চাঁদপুর ,উপজেলা চাঁদপুর সদর, গ্রাম বিষ্ণুপুর । আমি এখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার জন্ম সাল একই জানুয়ারি ২০০০ । আমরা তিন ভাই এক বোন।



 

            


Nahim Gazi 

আমার সাথে যোগাযোগ করার জন্য নিচের লেখার উপর ক্লিক  করুন :






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Keyboard Shortcut Technic

content://com.android.chrome.FileProvider/offline-cache/5512ead1-c271-43af-8ce5-efc782acd633.mhtml উইন্ডোজ কীবোর্ড শর্টকাট Win+D উইন্ডোজে ওপেন থাকা প্রোগ্রাম শো/ হাইড করতে ব্যবহৃত হয়। Win+E ফাইল এক্সপ্লোরার খোলা হয়। Win+R রান প্রোগ্রাম ওপন করার কাজে ব্যবহৃত হয়। Win+M সকল প্রকার ফাইল মিনিমাইজ করার কাজে ব্যবহৃত হয়। Win+Tab টাস্ক ভিউ ওপেন করা হয়। Win+Up Arrow Key খোলা ফাইল মেক্সিমাইজ করার কাজে ব্যবহৃত হয়। Win+Break Key সিস্টেম প্রোপারটিজ ডায়লগ বক্স ওপেন করা হয়। Alt+Tab ওপেনকৃত প্রোগ্রাম বাছাই করার কাজে ব্যবহৃত হয়। Ctrl+Shift+Esc টাস্ট ম্যানেজার ওপেন করা হয়। Ctrl+Esc স্টার্ট মেনু ওপেন করা হয়। Alt+F4 চালু প্রোগ্রাম বন্ধ করার কাজে ব্যবহৃত হয়।