দেশে বন্যার কারণে পিছিয়ে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৭ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাদের প্রশ্ন, কবে হতে পারে এসএসসি পরীক্ষা?
এসএসসি পরীক্ষা কবে, জানালেন বোর্ড কর্মকর্তা।
২৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা হবে, জানালেন বোর্ড কর্মকর্তা।
এবং নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা হবে, জানালেন বোর্ড কর্মকর্তা।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের পরীক্ষা-সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পরপর যেকোনো দিন এই পরীক্ষা শুরু হতে পারে। ১৫ আগস্টের আগে এই পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন